You dont have javascript enabled! Please enable it!

সমাজবিরোধীদের প্রতিরোধের জন্য ওসমানীর আহ্বান

সিলেট। বিমান ও জাহাজ চলাচল দফতরের মন্ত্রী জেঃ এম এ জি ওসমানী সমাজবিরোধী চোর ডাকাত ও মুনাফাখোরদের প্রতিরোধ করার জন্য সর্বস্তরের লোকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ প্রবাসীসংঘ কর্তৃক আয়োজিত এক সম্বর্ধনা সভায় ভাষণদানকালে তিনি বলেন, এখন দেশের প্রত্যেকের উচিত গঠনমূলক কাজে অংশগ্রহণ করা। বঙ্গবন্ধুর সরকার দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সম্ভাব্য সব কিছুই করেছেন। এই ব্যাপারে তিনি জনগণের কাছে সহযোগিতা কামনা করেন। শোষণহীন সমাজ কায়েমের জন্য সরকার শিল্প কারখানা, ব্যাংক ও ইন্সিওরেন্স রাষ্ট্রায়ত্ত করেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় প্রবাসী বাঙালিরা যে সাহায্য করেছে, তাতে জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। তিনি বলেন, এইসব প্রবাসীরা শুধু অর্থের সাহায্যই করেনি, তারা বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমতও গঠন করেছে। মন্ত্রী বিদেশ থেকে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করার জন্য এইসব প্রবাসীর প্রতি আহ্বান জানান। বিদেশে অবস্থানরত বাঙালিদের সমস্যার দিকে নজর দেয়া হবে বলে তিনি তাদের আশাবাদ দেন।১০৫

রেফারেন্স: ২৮ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!