নির্বাচনে বিকল্প সরকার কায়েম করুণ- মোজাফফর আহমদ
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পর্টির প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ও কূশাসন ১৯৫৪ সালের মুসলিম লীগ সরকারের অপকীর্তিকে ম্লান করে দিয়েছে। তিনি বলেন, দেশবাসির আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে আগামি নির্বাচনে বিকল্প সরকার গঠনের আহ্বান নিয়ে ন্যাপ জনতার দরবারে হাজির হয়েছে। ন্যাপ সভাপতি ইলিয়টগঞ্জের অদুরে এক জনসভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, তার দল দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি দাবি জানান। বুধবার ন্যাপের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানা গেছে।
দিনাজপুরে : ন্যাশনাল আওয়ামী পার্টির মোজাফফর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান পুনরায় সরকারের প্রতি দুর্নীতিবাজদের পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সাবেক গণপরিষদ সদস্য শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত পরিত্যাক্ত সম্পত্তি সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তারা এখানে গোটা শহীদ ময়দানে জেলা ন্যাপ আয়োজিত জনসভায় বক্তৃতা করছিলেন।১০২
রেফারেন্স: ২৭ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ