You dont have javascript enabled! Please enable it!

১০ জানুয়ারি আওয়ামী লীগ কমিটির বৈঠক

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস রিলিজে বলা হয়, আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্তকরণ ও দলের নির্বাচনী ইশতেহার অনুমোদনের উদ্দেশ্যে আগামি ১০ জানুয়ারি নাটোরে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় সদর দফতরে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির উক্ত সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে। এনার এই খবরে উল্লেখ করা হয় যে, নাটোরের দিঘাপটিয়ার রাজবাড়ি উত্তরা গণভবনে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির উক্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এনার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন, ১০ জানুয়ারিতে নাটোরে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হবে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই বৈঠকেই নির্বাচনী ইশতেহার অনুমোদন করা হবে এবং মনোনয়নপত্র চূড়ান্ত করা হবে। কয়লার অভাবে স্টিমার অচল। গত চারদিন থেকে ঢাকা-খুলনা রুটের রকেট সার্ভিসের দুটি স্টিমারের মধ্যে একটি স্টিমার অচল হয়ে পড়ে আছে। বাংলাদেশ রিভার স্টিমার সার্ভিসের এই যাত্রীবাহী জাহাজটি অচল হওয়ার কারণ হলো জ্বালানী কয়লার অভাব। জানা গেছে, বাংলাদেশ রিভার স্টিমার তাদের স্টিমারগুলোর জ্বালানীর জন্য ভারত থেকে কয়লা আমদানি করে থাকে। কিন্তু এবার সময় মতো কয়লা এসে না পৌঁছায়। জাহাজের জ্বালানীর অভাব দেখা দিয়েছে। দিন কয়েক আগে জাহাজটি যাত্রী নিয়ে খুলনায় যায় এবং কয়লা ফুরিয়ে যাওয়ায় সেখান থেকে আর ফিরে আসেনি। সময় মতো কয়লা না আসার কারণ সম্পর্কে জানা গেছে যে, সময় মতো কয়লা আমদানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বেনাপোল সীমান্তে শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় কয়লা ভর্তি ওয়াগন সেখানে আটকা পড়ে আছে। শুল্ক বিভাগের ছাত্রপত্রের ব্যাপারে কি ধরনের গোলমাল দেখা দিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায় নি। এদিকে ঢাকা-খুলনা রকেট সার্ভিসের একটি জাহাজ অচল হয়ে পড়ায় যাতায়াতে অসুবিধা সৃষ্টি হয়েছে। নদী পথে লঞ্চ স্টিমারে এমনিতেই অস্বাভাবিক যাত্রীর ভিড়। তদুপরি স্টিমার সার্ভিস বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।৯৬

রেফারেন্স: ২৬ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!