লক্ষ প্রাণের অনেক দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম। সুদ ও আসলে আজকে তাই যুদ্ধের শেষে প্রাপ্য চাই
|বিশেষ ভাষ্যকার ৷ রক্তের বদলে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। রক্ত আমরা দিয়েছি, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। স্বাধীনতাকামী মুক্তিপাগল সংগ্রামী বাঙালীর ত্যাগতিতিক্ষা, শৌর্য-বীর্য আজ সমগ্র পৃথিবকে বিস্মিত করেছে, স্তম্ভিত করেছে। এই সশ্রদ্ধ বিস্ময়ের কৃতিত্ব সাড়ে সাত কোটি বাঙালীর। অধুনালুপ্ত পাকিস্তানের নরখাদক জঙ্গী দস্যুদের কবল থেকে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে শৃংখলমুক্ত করেছি। বিশ্বে আমরা আজ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি শুধু তাই নয় আমাদের বীরত্ব আমাদের ত্যাগ তিতিক্ষা আর আমাদের দুর্জয় মনােবলও স্বীকৃতি পেয়েছে আমাদের বীর মুক্তিযােদ্ধারা যুদ্ধ করেছেন সুন্দর এক ভবিষ্যৎ এর জন্য। ইতিহাস এদের অমর করে রাখবে। পৃথিবীর স্বাধীনতাকামী আপামর গণমানুষ শ্রদ্ধার সঙ্গে এদের স্মরণ করবেন, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে । আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা সুরক্ষিত করা আরাে কঠিন। তাই আজ আমাদের উপর তথা সমগ্র জাতির উপর এক সুমহান দায়িত্ব অর্পিত হয়েছে। সে দায়িত্বে সুখী সমৃদ্ধশালী বাঙলাদেশে গড়ে তােলার মহান দায়িত্ব। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সুমহান আদর্শকে সামনে রেখে কৃষক শ্রমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমরা গড়ে তুলব আমাদের সােনার বাঙলাকে। সােনালী ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের আজকের শপথ—সুখী সমৃদ্ধশালী বাঙলাদেশ গড়ে তােলার শপথ।
স্বদেশ ১: ৫]
১৪ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯