You dont have javascript enabled! Please enable it! 1972.12.20 | ভারত-বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে চক্রান্ত নস্যাৎ করা হবে- তাজউদ্দীন আহমদ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ভারত-বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে চক্রান্ত নস্যাৎ করা হবে- তাজউদ্দীন আহমদ

বুধবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশে মৈত্রী সমিতির এক অনুষ্ঠানে বক্তৃতাকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, জাতির বৃহত্তর স্বার্থে ভারত-বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে চক্রান্ত নস্যাৎ করা হবে। বিজয় দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত ৫ দিনব্যাপী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আরো বলেন, বাঙালি জাতির চরম দুর্দিনে দুই দেশের জনগণের মধ্যে এই মৈত্রী প্রতিষ্ঠা হয়েছে। এর পূর্বে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত শ্রী সুবিমল সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ মৈত্রী সম্পর্ক বজায় রাখার জন্য তার সরকারের দৃঢ়তার কথা ঘোষণা করেন। সমিতির সভানেত্রী ও প্রাক্তন গণপরিষদ সদস্য মিসেস বদরুননেসা আহমেদ অনুষ্ঠানে সভানেতৃত্ব করেন। নেতৃবৃন্দের বক্তৃতার পর একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং গীতি নাট্য বাংলাদেশের যুদ্ধ’ অনুষ্ঠিত হয়।৭৮

রেফারেন্স: ২০ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ