You dont have javascript enabled! Please enable it!

৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানে বঙ্গবন্ধুসহ পরিষদ সদস্যদের স্বাক্ষর দান

বৃহস্পতিবার বিপুল করতালি ও ‘জয় বাংলা’ ধ্বনির মধ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে প্রথম স্বাক্ষর দান করেন। বঙ্গবন্ধুর স্বাক্ষরের পর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, খন্দকার মোশতাক আহমদ ও জনাব আব্দুস সামাদ সহ মন্ত্রীপরিষদের সদস্য সংবিধানে স্বাক্ষর দান করেন। এরপর বর্ণনা ক্রমে পরিষদ সদস্যগণ স্বাক্ষর দান করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯ টা ২২ মিনিটের সময় সংবিধানে স্বাক্ষর দান করেন। ডাক ও তার দফতরের মন্ত্রী মোল্লা জালাল উদ্দিন পি, জি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিষদে উপস্থিত হতে পারেন নি। পরে হাসপাতালে গমন করে তার স্বাক্ষর আনয়ন করা হয়। পরিষদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ হজব্রত পালনের জন্য মক্কা গমন করায় স্বাক্ষর দান করতে পারেন নাই। পক্ষান্তরে বিরোধী দলীয় একমাত্র সদস্য শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল বৃস্পতিবার পরিষদে অনুপস্থিত ছিলেন। ৪০ দিন মুলতবী থাকার পর বৃহস্পতিবার সকাল ৯ টায় পরিষদের অধিবেশন বসে। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অধিবেশন শুরু হলে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রস্তাব করেন যে, সকল সংশোধনী ও লেখনীগত ক্রটির শুদ্ধির অন্তর্ভুক্ত করার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পাঠ্য এবং ইংরেজিতে অনুদিত একটি অনুমোদিত পাঠ এখন স্পীকার কর্তৃক নির্ভরযোগ্য বলে সার্টিফিকেট প্রদান করা হোক এবং গণ পরিষদ সদস্যগণ কর্তৃক সংবিধান ও তার ইংরেজি অনুবাদের স্বাক্ষরীত একটি করে পাঠ যা জাতীয় যাদুঘরে সংরক্ষিত করা হবে। এই প্রস্তাবের পর মাননীয় স্পিকার এই প্রস্ত বি সম্পর্কে পরিষদের মতামত জানতে চাইলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। এরপর স্পীকার সংবিধান নির্ভরযোগ্য বলে সার্টিফিকেটে স্বাক্ষর দান করেন। এরপর মাননীয় স্পীকার তার সামনে রক্ষিত সংবিধানের বাংলা ও ইংরেজি কপিতে স্বাক্ষর দান করার জন্য সর্বপ্রথম পরিষদের নেতা, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানান। বঙ্গবন্ধু স্বাক্ষর দানের জন্য আসন হতে উঠে দাঁড়ালেই পরিষদ কক্ষ মুহুর্মুহু করতালি ও জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বৃহস্পতিবার ৩শত ৫১জন গণ পরিষদ সদস্য সংবিধানে স্বাক্ষর দান করেন। এরপর বেলা সোয়া ১২ টায় আজ শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। আজ বাকি সদস্যগণ সংবিধানে স্বাক্ষর দান করবেন।৫৪

রেফারেন্স: ১৪ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!