You dont have javascript enabled! Please enable it!

কলকারখানা ও ক্ষেত-খামারে উৎপাদন বাড়ান-বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঙ্গলবার বলেছেন যে, কল-কারখানা ও ক্ষেত-খামারে উৎপাদন বৃদ্ধি করতে না পারলে জনগণ কষ্টার্জিত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। স্বাধীনার সুফল যাতে সম্ভাব্য সর্বসময়ের মধ্যে জনগণ ভোগ করতে পারে, তজ্জন্য কল-কারখানা ও ক্ষেতখামারে সেবার ব্রত নিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি গণভবনে জুট ট্রেডিং কর্পোরেশন এবং জুট মার্কেটিং কর্পোরেশনের শ্রমিক প্রতিনিধিদের সাথে তাদের সমস্যা সম্পর্কে আলোচনাকালে এই আহ্বান জানান। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে নিবেদিত প্রাণে নিজ নিজ কাজে আত্মনিয়োগ না করলে জাতির কল্যাণ সম্ভব নয়। তিনি শ্রমিকগণকে এ ব্যাপারে তাদের কর্তব্য ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি শ্রমিকগণকে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হতে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার উপদেশ দেন। শ্রমিকদের অভাব অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যে, শ্রমিকদের কথা সর্বদাই তার মনে রয়েছে। এবং তাদের সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় বের করতে তিনি সচেষ্ট রয়েছেন। শ্রমিকগণ সর্বদাই তার সরকারের সহানুভূতি লাভ করছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে কাজ করে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রণালয়ের অধীনে : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ক্যাডেট কলেজকে দেশ রক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনয়নের জন্য নির্দেশ দিয়েছেন। এতদিন পর্যন্ত ক্যাডেট কলেজগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল। মঙ্গলবার বিকেলে রাজশাহী ক্যাডেট কলেজের একদল ছাত্র প্রতিনিধি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার পাওয়ায় বঙ্গবন্ধুকে ধন্যবাদ জ্ঞাপন করার সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা প্রসঙ্গে এই তথ্য প্রকাশ করেন।৪৬

রেফারেন্স: ১২ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!