You dont have javascript enabled! Please enable it!

নেতার আদর্শে জাতি দেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাবে – বঙ্গবন্ধু

বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বাণীতে আশা প্রকাশ করেছেন যে, গণদরদী মহান নেতা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গণতান্ত্রিক আদর্শের পথ ধরে জাতি শোষণমুক্ত সোনার বাংলা গড়ার দুর্জয় সগ্রামে এগিয়ে যাবে। মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রচারিত একটি স্মরণিকায় বঙ্গবন্ধুর বাণীটি প্রকাশিত হয়। বাণীতে বঙ্গবন্ধু মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর বাণীর পূর্ণ বিবরণ : “স্বাধীন বাংলার মুক্ত অঙ্গনে গণতন্ত্রের মানস-পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উদযাপন বিশেষ অর্থবহ। বাংলার মানুষের স্বার্থ সংরক্ষণে সোহরাওয়ার্দী ছিলেন হিমাচলের মতো অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞ। স্বৈরাচারী একনায়কত্বের বিরুদ্ধে জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি আমরণ সংগ্রাম করে গেছেন। অন্যায়, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনিও তার দেশবাসীর সাথে অত্যাচারীত ও নিপীড়িত হয়েছেন। কিন্তু তিনি তার নির্দিষ্ট লক্ষ্য পথ হতে কখনও বিচ্যুত হন নাই। তার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে দেশবাসী আজ মুক্ত। “সেই গণদরদী জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আমি কামনা করি, তারই আদর্শের অনুস্মরণে জাতি গণতন্ত্রের শপথে বলিয়ান হয়ে শোষণমুক্ত সোনার বাংলা গড়ার দুর্জয় সংগ্রামে এগিয়ে যাক। “আমার বিশ্বাস, জাতি জয়ী হবেই। জয় বাংলা।”১৭

রেফারেন্স: ৫ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!