You dont have javascript enabled! Please enable it!

সোহরাওয়ার্দী বাংলার জনগণের কল্যাণে আত্মোৎসর্গ করেছিলেন- খন্দকার মোশতাক আহমদ

চট্টগ্রাম। বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ বলেন যে, গণতন্ত্রের মহান প্রবক্তা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার অবহেলিত জনগণের কল্যাণে আত্মোৎসর্গ করেছিলেন। আজ বিকেলে স্থানীয় মুসলিম ইনষ্টিটিউটে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ সোহরাওয়ার্দীর নবম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী জনস্বার্থ রক্ষার কাজে একজন প্রথম সারির নেতা। তিনি জনগণের স্বার্থ রক্ষার জন্য সংগ্রাম করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. আবুল কাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শ্রমমন্ত্রী জনাব জহুর আহমেদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী জনাব এম, আর, সিদ্দিকী ও স্থানীয় নেতৃস্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। চট্টগ্রাম সদর দক্ষিণ মহকুমা আওয়ামী লীগ শাখাও মরহুম নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।১৮

রেফারেন্স: ৫ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!