যোগাযোগ মন্ত্রী কর্তৃক মাটি কাটা কাজের উদ্বোধন
মাচগ্রাম, পাবনা। যোগাযোগমন্ত্রী জনাব মনসুর আলী আজ আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদী নগরবাড়ি রেলপথ নির্মাণের মাটি কাটার কাজের উদ্বোধন করেন। এই রেলপথটি নির্মাণ করতে ৮ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয় হবে। ৪৪ মাইল দীর্ঘ এ রেলপথে ৭০ টি সেতু এবং ১২ টি ষ্টেশন নির্মিত হবে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই রেলপথ নির্মাণের ফলে উত্তরাঞ্চলীয় জেলাসমূহের জনগণের দীর্ঘ দিনের একটি দাবি পূরণ হবে। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সমস্যাবলীর সমাধানে সংগ্রাম করবে। রেলওয়ের সম্পত্তি সংরক্ষণ করার জন্য মন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান। কেননা, এটা তাদেরই সম্পদ। দেশের চারটি মূল আদর্শের ব্যাখ্যা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে সরকার জনগণ ও দেশের কল্যাণের জন্য এইগুলোকে বাস্তবায়িত করবে।১১
রেফারেন্স: ৩ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ