You dont have javascript enabled! Please enable it!

সরকার আইনের শাসনে বিশ্বাসী- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন যে, তার সরকার আইনের শাসনে বিশ্বাসী। তিনি বলেন, আইনের শাসন কায়েমের জন্যই জাতিকে এত তাড়াহুড়া করে একটি সংবিধান প্রদান করা হয়েছে। সোমবার অপরাহ্নে বাংলাদেশে সুপ্রীমকোর্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষণদানকালে বঙ্গবন্ধু এই ঘোষণা করেন। অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সায়েম, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, হাইকোর্ট ও জজকোর্টের বিচারপতিবৃন্দ, আইনজীবীগণ, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ ও সরকারের উচ্চ পদস্থ অফিসারগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু তার ২০ মিনিট কাল স্থায়ী ভাষণে বলেন, ‘আমরা আইনের শাসন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছি। এবং বাংলাদেশের স্বাধীন মাটিতে সুপ্রীম কোর্ট স্থাপন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। তিনি বলেন যে, সুপ্রীম কোর্ট ব্যতীত জাতি চলতে পারে না।’ বঙ্গবন্ধু আরো বলেন যে, মৌলিক-মানবিক অধিকারের নিশ্চয়তা ও আইনের শাসন ব্যতীত কোনো জাতিই পূর্ণতায় পৌঁছতে পারে না। সংবিধান প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন যে, সংবিধান প্রণয়ন ও নির্বাচন ছাড়াই তার দল আরো অনেক দিন ক্ষমতায় থাকতে পারত। কিন্তু তা করা হয় নি। তিনি বলেন, এইভাবে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে আমরা চাই না। কারণ আইনের শাসনে আমরা বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা এতদিন সংগ্রাম করে এসেছি। বঙ্গবন্ধু বলেন, “ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করি না।” তবে বঙ্গবন্ধু উল্লেখ করেন যে, বিচার বিভাগ পৃথকীকরণ অর্থ এটা প্রশাসন যন্ত্রের সাথে সম্পূর্ণ একঘরে এটা বুঝায় না। কারণ এক বিভাগ আরেক বিভাগের পরিপূরক। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, একে অন্যের হস্তক্ষেপ ছাড়াও রাষ্ট্রের তিনটি অঙ্গ- প্রশাসন, বিচার ও আইন রাষ্ট্রের ৪টি মূলনীতির ভিত্তিতে একে অন্যের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বলেন যে, রাষ্ট্রের ৪টি মূলনীতি বাস্তবায়নের ব্যাপারে সুপ্রীমকোর্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আমরা বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা আশা করবো যে, আপনারা দেশের বর্তমান অবস্থা ও পরিস্থিতি অনুসারে কাজ করে যাবেন। পূর্বাহ্নে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জনাব সায়েম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে ভাষণ দান করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব সুপ্রীম কোর্টকে নিশ্চয়তা প্রদান করেন যে, বাংলা ভাষায় কোর্টের কাজ পরিচালনার ক্ষেত্রে সরকার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করবেন। এছাড়া কোর্টের কাজের জন্য সম্ভাব্য সকল বাংলা টাইপ রাইটার প্রদানের ব্যাপারেও প্রধানমন্ত্রী নিশ্চয়তা দান করেন।৭০

রেফারেন্স: ১৮ ডিসেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!