You dont have javascript enabled! Please enable it!

কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার সংরক্ষণে ব্রতী হন- রাষ্ট্রপতি

দেশে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের জন্য রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী গতকাল সোমবার বিচারপতি ও আইনজীবীদের প্রতি আবেদন জানান। রাষ্ট্রপতি দেশের সংবিধানের অধীন সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সোমবার সকালে ঢাকায় ভাষণদান করছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি জনাব এ,এম,সায়েম এবং আইনমন্ত্রী ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন। নতুন সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক কার্যপদ্ধতিকে রাষ্ট্রপতি “ঐতিহাসিক” বলে বর্ণনা করেন। এবং এই আশা প্রকাশ করেন যে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্ট অধিকার সংরক্ষণের মাধ্যমে জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে সমর্থ হবে। তিনি বলেন যে, সুপ্রিম কোর্টের কার্যদিবসটি আমাদের জাতীয় জীবনে একটি গৌরবজ্জল দিবস হিসেবে বিরাজ করবে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী বিচারপতি ও আইনজীবীদের প্রতি ন্যস্ত দায়িত্বের কথা স্মরণ করে দেন। তিনি বলেন, যখন জনগণ ন্যায় বিচার পাবে এবং তাদের অধিকারসমূহ সংরক্ষিত হবে, তখনই এই দায়িত্ব পূর্ণ হয়েছে বলে বিবেচনা করা হবে। সংবিধানে বিচার বিভাগের পৃথকীকরণ এবং এর পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধানের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটা খুবই গর্ব ও আনন্দের বিষয় যে, এই ধরনের ব্যবস্থাবলী গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি জুরিষ্টদের প্রতি জনগণের অধিকার এবং সুযোগ সুবিধার ঊর্ধ্বে তুলে ধরা ও তা সংরক্ষণের ব্যাপারে তাদের গুরুদায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। রাষ্ট্রপতি জনগণের প্রতি ন্যায় বিচারের নিশ্চয়তা বিধানের জন্য আইনজীবী এবং বিচারকদের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন যে, আইনজীবীদের কেবল বিশেষ একটি মামলায় জয়ী হওয়ার জন্য চেষ্টা করা উচিত হবে না। একই সঙ্গে তাদের এই মৌলিক প্রশ্নের প্রতিও খেয়াল রাখতে হবে যে, জনগণের প্রতি ন্যায় বিচার করা হয়েছে কি না। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সর্বদাই বাঙালিদের অধিকারের জন্য সগ্রাম করেছেন। বাংলাদেশের অভ্যুদয় এবং নতুন সংবিধান গৃহীত হওয়ার পর বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষা সত্যে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরে রাষ্ট্রপতি নতুন সংবিধানের অধীনে প্রাক্তন হাইকোর্ট ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি জনাব এ,এম,সায়েম, সুপ্রিম কোর্টের আপীল ডিভিশন ও হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ এবং ড. কামাল হোসেন, জনাব তাজউদ্দীন আহমদ, খন্দকার মোশতাক ও জনাব আব্দুল মালেক উকিলসহ মন্ত্রীসভার সদস্য গণ উপস্থিত ছিলেন।৭২

রেফারেন্স: ১৮ ডিসেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!