You dont have javascript enabled! Please enable it! 1972.12.16 | ভারত-বাংলাদেশ দারিদ্র্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করব- ইন্দিরা গান্ধী | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ভারত-বাংলাদেশ দারিদ্র্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করব- ইন্দিরা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এই মর্মে আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও ভারতের জনগণ দারিদ্র্য দূর করার জন্য সম্মিলিতভাবে কাজ করবেন। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার কর্তৃক রেকর্ডকৃত এক বাণীতে শ্রীমতি গান্ধী এই আশা প্রকাশ করেন। ভারতের জনগণের পক্ষ হতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শ্রীমতি গান্ধী বলেন, বাংলাদেশের জনগণ মানব ইতিহাসের অবর্ণনীয় দুর্দশা ও ত্যাগের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা আদায় করেছে। তিনি আরো বলেন, “ভারতের সরকার ও জনগণ আপনাদের দুঃখ-দুর্দশা ও কৃতিত্বের আনন্দের অংশীদার।” শ্রীমতি গান্ধী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ একই ধরনের স্বাধীনতা, ক্ষমতা ও মানবিক মর্যাদায় বিশ্বাসী। এই আদর্শগুলো উভয় দেশের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। তিনি আরো বলেন, “যে দারিদ্রের বোঝার চাপে আমাদের জনগণ নিষ্পেষিত তা হতে তাদের বাচানোর মহান দায়িত্ব আমাদের ওপর অর্পিত। আমরা নিশ্চিত যে এ ব্যাপারে আমরা সম্মিলিতভাবে কাজ করব।” শ্রীমতি গান্ধী উপসংহারে বলেন, সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও কল্যাণের ভিত্তিতে ভারত-বাংলাদেশ মৈত্রী সহযোগিতা বিশ্বের এই অংশে শান্তি ও প্রগতি জোরদার করবে।৬৪

রেফারেন্স: ১৬ ডিসেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ