You dont have javascript enabled! Please enable it! 1972.12.02 | জনগণের সমৃদ্ধির জন্য সরকার কাজ করছে- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জনগণের সমৃদ্ধির জন্য সরকার কাজ করছে- সৈয়দ নজরুল ইসলাম

কালিয়াচোপা, কিশোরগঞ্জ। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেশের মূল সমস্যাবলী সমাধানের চেষ্টা চালিয়ে জনগণের সমৃদ্ধির জন্যে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার কঠোর পরিশ্রম করছেন। গত শুক্রবার এক জনসভায় ভাষণ দানকালে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে প্রায় ১ কোটি লোকের বাস্তুত্যাগই বর্তমান খাদ্য সমস্যার কারণ। দেশের অস্বাভাবিক পরিস্থিতির জন্য এরা তখন চাষাবাদ করতে পারেনি। স্বল্পতম সময়ে খাদ্যে স্বনির্ভর হবার জন্যে তিনি চাষিদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতেও দুস্থ জনতার পাশে ছিল এবং ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। যারা সরকারের সমালোচনা করে তারা সরকারের ক্ষমতা সীমিতো এটা জেনেই তা করে থাকে বলে তিনি জানান। সৈয়দ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছেন তখন যখন দেশের গোটা অর্থনীতি ছিল বিধ্বস্ত এবং এটা স্থিতিশীল হতে সময় লাগবেই। সরকার শীঘ্রই এ অসুবিধা কাটিয়ে উঠবেন বলে তিনি জানান। এর আগে তিনি এখানকার একটি চিনির কল উদ্বোধন করেন।৭

রেফারেন্স: ২ ডিসেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ