বাংলাদেশের সদস্যভুক্তি ও যুদ্ধবন্দি প্রশ্নে জাতিসংঘ আজ দুটি প্রস্তাব নেবে
জাতিসংঘ। গতরাতে ঘরোয়া আলাপ-আলোচনার মাধ্যমে উপনীত সমঝোতার ফলে বাংলাদেশের জাতিসংঘভুক্তির অনুকূলে সাধারণ পরিষদের ব্যবস্থা গ্রহণের পথ পরিষ্কার হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ভোটাভুটি ছাড়াই আজ অনুষ্ঠিত অধিবেশনে সাধারণ পরিষদ দুটি প্রস্তাব গ্রহণ করবে বলে আশা করা যায়। একটিতে বাংলাদেশের জাতিসংঘভুক্তির জন্য আহ্বান জানানো হবে। অপর আর একটিতে ভারতে আটক ৯১ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দির মুক্তি দেয়ার আহ্বান জানানো হবে। পাকিস্তানি যুদ্ধবন্দিদের ছেড়ে দিয়ে স্বদেশে ফেরত পাঠানো সম্পর্কে পাকিস্তান সন্তুষ্ট না হওয়া পর্যন্ত স্বস্তি পরিষদের চীন জাতিসংঘে বাংলাদেশে অন্তর্ভূক্তির প্রশ্নে তার বিরোধীতা অব্যাহত রাখবে বলে মনে করা যাচ্ছে। পাকিস্তানি কূটনীতিকরা বলেন যে, তারা আশা করেন। পাকিস্তানি যুদ্ধবন্দিদের মুক্তি এবং বাংলাদেশের জাতিসংঘভুক্তি এই দুটো প্রস্তাব একসাথে অনুমোদন লাভ করবে। ২১ জাতির উদ্যোগে গৃহীত যুগোশ্লাভিয়ার প্রস্তাবে এই ইচ্ছা প্রকাশ করা হয়েছে যে, শীঘ্রই বাংলাদেশ জাতিসংঘের সদস্য হবে।৯৮
রেফারেন্স: ২৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ