You dont have javascript enabled! Please enable it!

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নিজস্ব ভূমিকা পালনের চেষ্টা করছে- আবু সাঈদ চৌধুরী

নয়াদিল্লি। বাংলাদেশ রাষ্ট্রপ্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ দিল্লিতে বলেন যে, বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার নিজস্ব ভূমিকা পালনের উদ্দেশ্যে জাতিসংঘের সদস্যপদ লাভের চেষ্টা করছে। রাষ্ট্রপ্রধান আরও বলেন, “আমরা সহ অবস্থানে বিশ্বাসী।” বাংলাদেশের রাষ্ট্রপ্রধান দিল্লির পৌরসভা কর্তৃক ঐতিহাসিক লোক কেল্লার দেওয়ান-ই-আম-এ তার সম্মেলনে আয়োজিত এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষণদান করছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লির নাগরিকদের অবহিত করে রাষ্ট্রপ্রধান চৌধুরী বলেন যে, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বাধীন বাংলাদেশ এখন পুনর্গঠন কাজে ব্যস্ত রয়েছে। জনগণ স্বাধীনতা যুদ্ধের ন্যায় পুনর্গঠনেও সমান আত্মত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন যে, ২টি দেশ বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ। আমাদের আদর্শ অভিন্ন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বলেন, সর্বজনীন বন্ধুত্ব ও সহযোগিতার পর কঠিন ও কষ্টসাধ্য। আমরা বৃহৎ মানব গোষ্ঠির অংশ এবং তার সদস্য হিসাবে দায়িত্ব পালনের কথা ভুলে যেতে বসেছি। এই প্রসঙ্গে তিনি লোক জনের ‘অশুভ চেতনা সম্পর্কে সতর্ক বাণী উচ্চারণ করেন। জনাব চৌধুরী তার ভাষণে বলেন যে, কেবল মাত্র পারস্পারিক সাহায্য ও বন্ধুত্বের ধারা আমরা নিজেদের উচ্চতরে পর্যায়ে উন্নতি করতে পারি। জনাব চৌধুরী ও তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করায় তিনি দিল্লির জনসাধারণের উদেশ্যে গভীর কৃতজ্ঞা প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানিয়ে প্রথম ভাষণ দেন দিল্লির মেয়র শ্রী কেদার নাথ সাহনী। শ্রী কেদার নাথ তার ভাষণে বলেন, আমরা শান্তি প্রিয় জাতির বৃহৎ শক্তিবর্গ তাদের কায়েমীর স্বার্থে যদি আমাদেরকে শক্তির রাজনীতিতে না নামায় তবে এই উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জনের পথে যে ত্যাগ ও তিতীক্ষার পরিচয় দিয়েছে, তার তুলনা বিরল। শ্রী কেদার নাথ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও বঙ্গবন্ধুর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মেয়র সম্বর্ধনা সভায় জনাব আবু সাঈদ চৌধুরীকে একটি রূপার কলস, ভারতীয় হস্ত শিল্পের নিদর্শন এবং বেগম চৌধুরীকে একটি শাল উপহার দেন। জনাব চৌধুরী দিল্লির মেয়রকে বাংলাদেশের নৌকার একটি রৌপ্য নির্মিত প্রতিকৃতি উপহার দেন।৯৯

রেফারেন্স: ২৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!