বৃটেন বাংলাদেশের সমস্যা বিশেষভাবে বিবেচনা করবে
লন্ডন। জাতিসংঘভুক্তি ব্যাপারে বৃটেন বাংলাদেশকে পূর্ণ সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছে এবং এ ছাড়াও উপমহাদেশে অমীমাংসিত সমস্যাবলীর দ্রুত মীমাংসার আশা প্রকাশ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদের ৭ দিন ব্যাপী ট্রেন সফর শেষে প্রকাশিত এক যুক্ত ইস্তাহারে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক ডগলাস হিউম এই আশ্বাস দিয়েছেন যে, বৃটেনের কমন মার্কেট ভুক্তির ফলে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যার উদ্ভব হলে বৃটেন সে বিষয়ে বিশেষ ভাবে বিবেচনা করবে। এখানে উভয় দেশের মধ্যে বিশেষ সম্প্রীতিমূলক আবহাওয়ার মধ্যে আন্তর্জাতিক সমস্যাবলী উপমহাদেশের সমস্যাবলী এবং বৃটেন ও বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বৃটেনের রিলিফ ও উন্নয়নমূলক সাহায্য কর্মসূচি অব্যাহত রাখার প্রশ্নে আলোচনা করেন। বৃটেনের সাধারণ বাজার ভুক্তির ফলে বাংলাদেশের অর্থনীতির ওপর তার কিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে জনাব সামাদ সে বিষয়ে। আলোচনা করেন। স্যার আলেক ডগলাস হিউম বলেন যে, বৃটিশ সরকার বাংলাদেশের বিশেষ বিশেষ সমস্যাবলী সহানুভূতির সাথে বিবেচনা করবেন। এছাড়া তারা কতিপয় দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা করেন।৯৪
রেফারেন্স: ২৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ