You dont have javascript enabled! Please enable it! 1972.11.26 | তোমরা উৎপাদন বাড়াও, আমি তোমাদের সমস্যা দেখবো- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

তোমরা উৎপাদন বাড়াও, আমি তোমাদের সমস্যা দেখবো- বঙ্গবন্ধু

“তোমরা মিলের উৎপাদন বাড়াও তোমাদের সমস্যাবলীর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবো” বলে রবিবার আদমজী জুটমিলের শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চয়তা দান করেন। রবিবার অপরাহ্নে প্রধানমন্ত্রী ধানমন্ডী বাসভবনের সম্মুখে আদমজী জুট মিল শ্রমিকদের এক বিরাট সবাবেশে বক্তৃতা প্রসঙ্গে বঙ্গবন্ধু উপরোক্ত নিশ্চয়তা দেন। মিলের কতিপয় সমস্যা সম্পর্কে তারা মিছিল করে বঙ্গবন্ধুর বাসভবনে এসে জমায়েত হয়। এখানে সমবেত হয়ে তারা তাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর সাক্ষাৎ কামনা করে। খবর পেয়ে বিশ্রামের কথা ভুলে বঙ্গবন্ধু তার কক্ষ থেকে নিচে নেমে তাদের মধ্যে এসে দাঁড়ান। বঙ্গবন্ধু তাদের মাঝে এসে দাড়ানো মাত্র শ্রমিক দল বঙ্গবন্ধু জিন্দবাদ’, ‘জয় বাংলা’ প্রভৃতি ধ্বনি সহকারে তাকে সম্বর্ধনা জানায়। বঙ্গবন্ধু তাদেরকে একটা প্রতিনিধি দল পাঠাতে বললে শ্রমিকগণ একটি প্রতিনিধি দল নির্বাচিত করে পাঠায়। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর গৃহে আলাপ-আলোচনা চালায়, প্রধানমন্ত্রী ধৈর্যের সাথে তাদের সব কথা শোনেন। তারা এক ঘণ্টার অধিককাল প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী পুনরায় মিছিলকারীদের মধ্যে এসে উপস্থিতি হয়ে তাদেরকে ফিরে যেয়ে আজ সোমবার থেকে উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান। তাদের সমস্যাবলী সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ এবং সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করবেন বলে নিশ্চয়তা দান করেন। প্রধানমন্ত্রী তাদেরকে জানান যে, তিনি শীগগিরই সংশ্লিষ্ট মহলের সাথে এ ব্যাপারে আলাপ-আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর নিশ্চয়তা পেয়ে মিছিলকারী দল বিভিন্ন ধ্বনি সহকারে তাকে মোবারক বাদ জানায়।৯১

রেফারেন্স: ২৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ