You dont have javascript enabled! Please enable it! 1972.11.26 | দেশে নির্ভেজাল সমাজতন্ত্র কায়েমে আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দেশে নির্ভেজাল সমাজতন্ত্র কায়েমে আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ

সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে নির্ভেজাল সমাজতন্ত্র কায়েমে দৃঢ় প্রতিজ্ঞ। সমাজতন্ত্র কায়েমের প্রশ্নে আওয়ামী লীগ কারো সাথে আপোষ করবে না। সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী জনাব এ এইচ এম কামারুজ্জামান রবিবার বিকালে ঢাকা নগর আওয়ামী লীগ মহিলা শাখার উদ্যোগে কাঠালবাগানস্থ ফ্রি স্কুল স্ট্রিটে এক বিরাট মহিলা সমাবেশের প্রধান অতিথির ভাষণ দান কালে উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির চীফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন, ঢাকা নগর আওয়ামী লীগ সম্পাদিক বেগম ফরিদা রহমান, রায়ের বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদিকা বেগম ফরিদা মেরী, আওয়ামী লীগ নেত্রী বেগম মর্তুজা প্রমুখ। মন্ত্রী মহোদয় জোর দিয়ে বলেন, মুজিববাদের সাথে নির্ভেজাল সমাজতন্ত্রের নীতিগত ভাবে কোনো বিরোধ বা পার্থক্য নাই। বরং মুজিববাদের ৪টি স্তম্ভের অন্যতম স্তম্ভই হচ্ছে সমাজতন্ত্র। তিনি বলেন, সমাজতন্ত্র এক দিনে পৃথিবীর কোনো দেশেই কয়েম হয় নাই। প্রত্যেকটি দেশেই তা ধাপে ধাপে কায়েম হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশেও ধাপে ধাপে সমাজতন্ত্র কায়েম হবে বলে মন্ত্রী মহোদয় দৃঢ়তার সাথে ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ওপর হঠাৎ করে সমাজতন্ত্র চাপিয়ে দেয়া হবে না। বরং জনসাধারণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা কায়েম করা হবে।৯০

রেফারেন্স: ২৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!