You dont have javascript enabled! Please enable it! 1972.11.26 | ছাত্রলীগ নেতা কর্তৃক অতি বিপ্লবীদের সমালোচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ছাত্রলীগ নেতা কর্তৃক অতি বিপ্লবীদের সমালোচনা

হবিগঞ্জ। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব এম, এ রশিদ সম্প্রতি এখানে বলেন বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রলীগ বিগত ২৫ বছর যাবৎ সগ্রাম করছে। কিন্তু আজ যখন এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তখন কিছু সংখ্যক লোক অতি বিপ্লবী যোগান দিয়ে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তিনি বলেন, কোনো প্রকার মুখরোচক গোণই দেশের সচেতন ছাত্রসমাজকে বিভ্রান্ত করতে পারবে না। তিনি বলেন, ছাত্রলীগ অতীতে বহু চ্যালেঞ্জে মোকাবেলা করেছে ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম। জনাব রশিদ সম্পতি স্থানীয় সিনেমা হলে হবিগঞ্জ মহকুমা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রবেশিকা পরীক্ষার্থীদের সম্বর্ধনা সভায় বক্তৃতা করছিলেন। এতে সভাপতিত্ব করেন জনাব আবুল হাসিম, জনাব রশিদ বলেন বঙ্গবন্ধু সমাজতান্ত্রিক কর্মসূচিকে বাস্তবায়নের জন্য জনগণের ঐক্যের প্রয়োজন। তিনি মুজিববাদের আদর্শের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় ছাত্রলীগের সহ সম্পাদক জনাব রবিউল আলম চৌধুরীও বক্ততা করেন।৯২

রেফারেন্স: ২৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ