You dont have javascript enabled! Please enable it! 1972.11.25 | বিশ্বব্যাংকের ঋণ ব্যবহারে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব থাকবে- তাজউদ্দিন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিশ্বব্যাংকের ঋণ ব্যবহারে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব থাকবে- তাজউদ্দিন আহমদ

বাংলাদেশ পাঁচসালা পরিকল্পনায় বিশ্বব্যাংক ও তার সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সাহায্যদানের সম্ভাবনা পরীক্ষার জন্য শনিবার বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ও বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের সহ সভাপতি মি. পিটার কার্গিলের মধ্যে সোয়া ঘণ্টা ব্যাপী ১ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন যে, তাদের মধ্যে আগামি আর্থিক বছরের যে, পাঁচসালার পরিকল্পনার কাজ শুরু হবে তারই কাঠামোভুক্ত ইউনিয়ন কর্মসূচি সম্পর্কে প্রাথমিক আলাপ আলোচনা হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন যে, আগামি মঙ্গলবারে বিশ্বব্যাংকের সহসভাপতি বাংলাদেশ ত্যাগ করার আগে তাদের মধ্যে চূড়ান্ত আলাপআলোচনা হবে। তিনি বলেন যে, বিশ্বব্যাংক পণ্য ক্রয় বাবদ যে ঋণ দানের প্রতিশ্রুতি দিয়েছে সেটা সম্পূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন প্রকারে ব্যয় করা হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই ঋণের অর্থ সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের বিবেচনা মতে ব্যয় করা হবে। এই ব্যাপারে বিবেচনার আর কোনো কিছুই নাই। আলোচনাকালে ঢাকাস্থ বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মি. কারগিলকে সাহায্য করেন এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়াম্যান ড. নুরুল ইসলামও আলোচনায় উপস্থিত ছিলেন। বিশ্ব ব্যাংকের সহসভাপতি ইতোমধ্যেই পরিকল্পনা কমিশনের সাথে আলাপ-আলোচনা শুরু করেছেন এবং তা চলছে। পরিকল্পনা কমিশনের সাথে তার আলোচনা আরও চলবে বলে জানা গেছে।৮৫

রেফারেন্স: ২৫ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ