সাভারের প্রস্তাবিত স্মৃতি উদ্যানে ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করবেন
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অথবা কাছাকাছি কোনো তারিখে সাভারে প্রস্তাবিত জাতীয় স্মৃতি উদ্যানে জাতীয় স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পূর্তমন্ত্রী জনাব মতিউর রহমান সাংবাদিকদের এই কথা জানান। পূর্তমন্ত্রী আরও বলেন যে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের লাখ লাখ স্মৃতির স্মরণে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের নক্সা ইতোমধ্যেই স্থানীয় স্থপতীদের দ্বারা তৈরি করা হয়েছে। নক্সার চূড়ান্ত রূপায়নে বিদেশি স্থপতীদের পরামর্শ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ৬০ একর ব্যাপী জাতীয় স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ ছাড়াও একটি জাতীয় যাদুঘর থাকবে। এই যাদুঘরে স্বাধীনতা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সবকিছু সংরক্ষিত করা হবে। স্মৃতি উদ্যানে অন্য একটি আকর্ষণীয় বস্তু হচ্ছে চিরস্থায়ী অগ্নিশিখা স্থাপন- যা চিরকাল উজ্জল হয়ে থাকবে। ১৯৭৩ সালের মধ্যে জাতীয় স্মৃতিস্তম্ভ, যাদুঘর এবং উদ্যানের কাজ শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন। শহীদ স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ ও যাদুঘর বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যবাহী হবে বলে তিনি প্রকাশ করেন।৮২
রেফারেন্স: ২৪ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ