বাংলাদেশের জাতিসংঘভুক্তির বিরুদ্ধে ভুট্টো আবার চীনা ভোটের ভয় দেখাচ্ছেন
নয়াদিল্লি। পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলী ভুট্টো বৃহস্পতিবার বলেন যে, বিশ্ব সংস্থার বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদের আনীত যুগোশ্লোভিয়ার প্রস্তাবটি অতীতের ভাগ্য বরণ করবে। জনাব ভুট্টো বলেন, স্বস্তি পরিষদ কর্তৃক অনুমোদন লাভ না করলে সংখ্যাগরিষ্ঠ পক্ষ চাইলেও সাধারণ পরিষদের প্রস্তাব কার্যকরী হতে পারে না। জনাব ভুট্টো পূর্বাহ্নে আভাস দেন যে, চীন স্বস্তি পরিষদে পুনরায় ভেটো প্রয়োগ করবে। এক জনসভায় বক্তৃতাকালে জনাব ভুট্টো বলেন যে, যতদিন পর্যন্ত আমাদের শর্ত পূরণ না হবে ততদিনই চীনা ভেটো অব্যাহত থাকবে। জনাব ভুট্টো যুগোশ্লোভিয়াসহ প্রস্তাবের পক্ষে সমর্থনকারীও অপরাপর সদস্য দেশের সমালোচনা করে বলেন, এদের অভিপ্রায় হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও অবনতি ঘটুক। তিনি বলেন, পাকিস্তান বাহিরের কারো হস্তক্ষেপ ছাড়া সরাসরিভাবে তার ভাষায় মুসলিম বাংলার সাথে যোগাযোগ স্থাপন করতে অভিলাষী। তিনি বলেন গত বছর স্বস্তি পরিষদের যে প্রস্তাব গৃহীত হয়েছিল তার যদি বাস্তবায়ন ঘটে তাহলে আমাদের মধ্যে আপোষ মিমাংসা না হওয়ার কোনো কারণ নেই।৮৪
রেফারেন্স: ২৪ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ