You dont have javascript enabled! Please enable it!

জনসমর্থন ছাড়া আওয়মী লীগ ক্ষমতায় থাকবে না

গফরগাঁও, ময়মনসিংহ। জনগণের সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতাশীন থাকতে চায় না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। কাজেই আগামি নির্বাচনে জনগণের রায়কে তারা মাথা পেতে নিবে। আজ সন্ধ্যায় গফরগাঁও কলেজ ময়দানে এক জনসভায় ভাষণদানকালে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। তিনি এই মর্মে আশা প্রকাশ করে বলেন যে, আওয়ামী লীগকে ভোট দিয়ে আগামি বছরের জন্য যদি ক্ষমতাসীন করা হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনে সক্ষম হবে। তিনি বলেন, সরকার শুধুমাত্র ১১ টি পাউন্ডের বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ শুরু করে। কাজে এই অল্প সময়ের মধ্যে এই বৃহত্তম পরিকল্পনা গুলোতে হাত দিতে পারে নাই। আওয়ামী লীগের অতীত বিপ্লবাত্মক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে আওয়ামী লীগ কখনও বিশ্বাস ঘাতকতা করে নাই এবং জনগণের দুর্দিনে সব সময় তাদের পাশেই ছিল। একমাত্র আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃতেই বাংলাদেশের নীপিড়িত জনগণ মুক্তিযুদ্ধে জয় লাভ করেছে। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থা রয়েছে এবং তারা বঙ্গবন্ধুর ঘোষিত ৪টি মূলনীতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আগামি নির্বাচনে জনগণ পুনরায় বঙ্গবন্ধু এবং তার পার্টির পক্ষে তাদের ম্যান্ডেট দেবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, স্বাধীনতার অর্থ শুধুমাত্র পতাকার পরিবর্তন নয়। জনগণের দুর্দশার পরিবর্তনের মধ্যেই স্বাধীনতার অর্থ নীহিত। বাংলাদেশের সরকার কৃষিখাতে ১ শত ৩ কোটি টাকা বরাদ্ধ করেছে এবং সেচ ব্যবস্থার জন্য ১ লাখ নলকূপ মঞ্জুর করেছে। গত ১০ বছরে কোনো সরকারি কৃষিখাতে এত বিপুল পরিমাণ অর্থ মঞ্জুরী করে নাই।
মওলানা ভাসানীর সমালোচনা : মওলানা আবদুল হামিদ খান ভাসানীর তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো রূপ বিভ্রান্তি কিংবা ভুখা মিছিল করে সমস্যা সমাধান হবে না। তিনি বলেন, বাংলাদেশ সরকার জনগণকে অনাহারে মরতে দিবে না। বিদেশ থেকে তারা অবশ্যই খাদ্যের ব্যবস্থা করবে। তিনি জনগণকে দৃষ্টান্তমূলক শস্য উৎপাদন বৃদ্ধির জন্য আহ্বান জানান। তিনি বলেন, আগামি ৩/৪ মাসের মধ্যে ঘাটতি ৩০ লাখ টন খাদ্যশস্য অবশ্যই সংগ্রহ করা হবে। তবে আগামি ৫ বছরের মধ্যে যদি উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি পূরণ করা না যায়, তাহলে জাতি ভিক্ষুকে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় সমবায় মন্ত্রী জনাব শামসুল হক ও জনাব শামসুল হুদা এম, সি, এ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন, থানা আওয়ামী লীগ সভাপতি জনাব সায়েদুর রহমান।৭৮

রেফারেন্স: ২৩ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!