পাকিস্তানে বাঙালি নির্যাতন চলছে
পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলী ভুট্টো এক দিকে বাংলাদেশের সাথে আপোষ সমঝোতার আগ্রহ প্রকাশ করে লম্বা লম্বা বুলি আউড়ে চলছে। অপরদিকে তার দেশে আটক নির্দোষ বাঙালিদের ওপর অত্যাচার অব্যাহত রেখেছে। অতি সম্প্রতি বরখাস্তকৃত প্রায় ১শত বাঙালি অফিসার এবং তাদের স্ত্রী-পুত্র কন্যাকে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে সাজানো অভিযোগে গ্রেফতার করে নির্যাতন শিবিরে পঠিয়ে দেয়া হয়েছে বলে পাকিস্তান থেকে এখানে পাওয়া খবরে জানা যায়। এমনকি পাকিস্তানি সংবাদপত্র সে খবরটি ছাপাতে পারেননি। সরকারি বার্তা সংস্থা এপিপি পরিবেশিত সরকারি বক্তব্য ছাপাতে বাধ্য হয়েছে। করাচি “জাসারাত” পত্রিকায় গত ৩১ অক্টোবর এক প্রকাশিত খবরে বলা হয় যে, পাকিস্তানি পুলিশ পেশোয়ার ও চমন থেকে নারী ও শিশুসহ দুটি দলে মোট ৬২ জন আটকে পড়া বাঙালিকে গ্রেফতার করেছে। এসব বাঙালি নাগরিক তথাকার স্থানীয় কতিপয় ব্যক্তির সাথে যোগসাজসে বেআইনিভাবে পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিল বলে তাদের বিরুদ্ধে। আভযোগ সাজানো হয়েছে। গত ৫ নভেম্বর করাচি ডন প্রকাশিত ১ খবরে ১৩ জন মহিলা ও ৬ টি শিশুসহ ৪৩ জন বাঙালির ওপর ১টি দলকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। পাকিস্তান থেকে আফগানিস্তানে পালিয়ে যাবার ব্যাপারে সহায়তাকারী সহায়ক দলটিকে কোয়েটা থেকে গ্রেফতার করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত এসব বাঙালি পরিবারের ভাগ্য সম্পর্কে পত্রিকায় কোনো খবর বা মন্তব্য প্রকাশ করা হয়নি।৭৫
রেফারেন্স: ২২ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ