You dont have javascript enabled! Please enable it! 1972.11.21 | বিশ্ব শান্তির যেকোন প্রচেষ্টাকে অভিনন্দন জানাব- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিশ্ব শান্তির যেকোন প্রচেষ্টাকে অভিনন্দন জানাব- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সরকার বিশ্ব শান্তির পক্ষপাতী এবং এই জন্য যে কোনো প্রচেষ্টাকে অভিনন্দন জানাবেন বলে প্রধানমন্ত্রী পুনরায় গতরাতে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী চীন-জাপান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পটভূমিকায় এশিয়া মহাদেশের নতুন ভাবধারার ওপর জাপানে ‘আসাহিশিমবুন’ প্রত্রিকার সংবাদদাতার একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বলেন যে, তার সরকারের নীতি পরিষ্কার এবং তার সরকার বিশ্ব শান্তির জন্য নিবেদিত প্রাণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। বঙ্গবন্ধু বলেন উপরোক্ত নীতি দ্বারা পরিচালিত হওয়ায় বাংলাদেশ বিশ্বের সমস্ত দেশ বিশেষতঃ তার প্রতিবেশী দেশসমূহের সাথে মৈত্রী সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আগ্রহশীল।৭১

রেফারেন্স: ২১ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ