You dont have javascript enabled! Please enable it! 1972.11.20 | উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেয়া অপরিহার্য-তাজউদ্দিন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেয়া অপরিহার্য-তাজউদ্দিন আহমদ

রামু, চট্টগ্রাম। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, উপমহাদেশের শান্তি স্থাপনের উদ্দেশ্যে পাকিস্তানের উচিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। আজ অপরাহ্নে এখানে এক জনসভায় ভাষণদানকালে তিনি বলেন যে, উপেক্ষিত জনসাধারণের স্বার্থের খাতিরেই উপমহাদেশে শান্তি স্থাপন আবশ্যক। আওয়ামী লীগ নেতা জনাব গোলাম কাদের এই সভায় সভাপতিত্ব করেন। জনাব ভুট্টোর উক্তির ওপর মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন যে, তিনি যদি শান্তি স্থাপনে এগিয়ে আসেন, আমরা তাকে সহযোগিতা করতে প্রস্তুত। বাঙালি শান্তি চায় এবং বাংলাদেশ সবসময় বিশ্বে শান্তিপ্রিয় জনসাধারণের পাশে থাকবে বলে মন্ত্রী বলেন। পাকিস্তানের বঞ্চিত জনসাধারণের কথা বলার অধিকারকে নিশ্চিত করার জন্যে মন্ত্রী প্রেসিডেন্ট ভুট্টোকে উপদেশ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা প্রাপ্তির ১০ মাসের মধ্যে আমরা আমাদের জনসাধারণের জন্যে শাসনতন্ত্র রচনা করেছি। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, দেশের স্বাধীনতা অর্জনের পরও মুসলিম লীগ, জামাতে ইসলামী, রাজাকার এবং আলবদর সমর্থকরা তাদের দূরভিসন্ধি বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। সুযোগ পেলেই তারা স্বাধীনতা যুদ্ধে সাহায্যকারী দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বে ফাটল ধরাতে তৎপর হয়ে উঠবে। জনসধারণকে জাতিয় সম্মেলনে নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তিনি সমাজের প্রতি আহ্বান জানান। দুঃখী মানুষকে শোষণ করে যারা সম্পদশালী হতে চায় মন্ত্রী তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।৬৮

রেফারেন্স: ২০ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ