You dont have javascript enabled! Please enable it!

বৃহৎ শক্তিবর্গের প্রতি অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান- বঙ্গবন্ধু

জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন যে, “বিশ্ব শান্তি আমার লক্ষ্য।” বঙ্গবন্ধু বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণের স্বার্থেই অবিলম্বে অস্ত্র প্রতিযোগিতা না করার জন্য বৃহৎ রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় করা হচ্ছে বিশ্বে দুঃখী মানুষের সুখ-শান্তির জন্য ব্যয় করা হলে ১০ বছরের মধ্যে দুনিয়ার মানুষের দুঃখ থাকত না বলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে কোনো সমস্যারই সমাধান হয় না। তিনি ঘোষণা করেন, বন্দুকের নলই রাজনৈতিক শক্তির উৎস নয় বরং জনগণই রাজনৈতিক শক্তির উৎস। বঙ্গবন্ধু দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বে কোটি কোটি মানুষ যেখানে অন্ন, দরিদ্রতা এবং রোগের যাতাকলে পিষ্ট হচ্ছেন, তখন বৃহৎশক্তি অস্ত্র প্রতিযোগিতায় যথেষ্ট অর্থ ব্যয়ে ব্যস্ত রয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক তার সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক প্রদান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই সম্বর্ধনা সভা আয়োজন করেন। দলের অন্যতম সহসভাপতি জনাব কোরবান আলী সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে মাল্য দান করেন। সংগঠনের সধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এবং মহিলা সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী। জাতির পিতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, বাংলার মানুষ বিশ্ব শান্তি চায় তিনি বলেন, দুনিয়ার প্রত্যেকটি উন্নত রাষ্ট্রও বিশ্ব শান্তি চায় কিন্তু বৃহৎ শক্তিবর্গ বিশ্ব শান্তিটুকু চান তা তিনি বলতে পারে না বলে মত প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বৃহৎ শক্তির অস্ত্র প্রতিযোগিতার মুখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। বঙ্গবন্ধু বলেন, শান্তি আনতে হলে সগ্রামের প্রয়োজন হয়। তিনি বলেন, বাংলার মানুষ সবসময় শান্তি প্রিয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু বলেন, সাম্রাজ্যবাদী শক্তি শান্তি প্রতিষ্ঠায় বারবারই বাধা প্রদান করেছে। তিনি বলেন, শেষ পর্যন্ত বাংলার মানুষ অস্ত্র হাতে নিয়েছে বাংলাদেশ স্বাধীন করেছে এবং এখানে শান্তি প্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধু জোর দিয়ে বলেন, দুনিয়ার বুক থেকে সকল প্রকার শোষণ বন্ধ হোক, বাংলার সাড়ে সাত কোটি মানুষ এবং তিনি নিজে তা মনে প্রাণে কামনা করেন। তিনি বলেন, যুদ্ধ আমরা চাই না। দুনিয়ায় এমন কোনো সমস্যা নাই যা টেবিলে বসে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। বঙ্গবন্ধু প্রশ্ন করেন তবে কেন এখন পর্যন্ত অস্ত্রের প্রতিযোগিতা চলছে? অস্ত্রের প্রতিযোগিতা ও হানাহানি বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে হবে বলে বঙ্গবন্ধু মতামত ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধু বলেন, আমরা এশিয়াবাসী অনুন্নত আয়ের দেশ গঠনের কাজে শান্তি আমাদের অত্যন্ত প্রয়োজন। পরিশেষে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ঢাকায় যে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন চলছে তার প্রতি পূর্ণ। সমর্থন জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।৬১

রেফারেন্স: ১৯ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!