বাংলাদেশের জাতিসংঘভুক্তির স্বপক্ষে সাধারণ পরিষদে ২৩ জাতি প্রস্তাব পেশ
জাতিসংঘ। বিশ্ব সংস্থার বিবেচনার জন্যে শুক্রবার ২৩টি দেশ উক্ত সংস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তির অনুকূলে একটি প্রস্তাব উত্থাপিত করেন। জাতিসংঘের সদস্যপদ সম্পর্কে বিশ্বজনিতার নীতি পুনঃঘোষণা করে উক্ত প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে উক্ত সংস্থার সদস্যপদ গ্রহণের যোগ্যতা আছে বলে বিবেচনা করা হয়েছে। প্রস্তাবটি সাধারণ পরিষদের এই অভিপ্রায় প্রকাশ করতে চাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে শীঘ্রই জাতিসংঘের সদস্য করে নেয়া হোক। যুগোশ্লাভিয়াই প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। পরে অন্যান্য তাতে যোগ দেয়। এই ২৩ জাতি প্রস্তাবের উদ্যোগক্তারা হলো অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভূটান, বেলজিয়াম, কানাডা, মধ্য আফ্রিকান রিপাবলিক, কলাম্বিয়া, কোষ্টারিয়া, সাইপ্রাস, ডেকমার্ক, আল স্যালভেডোর, হাঙ্গেরী, কেনিয়া, মালয়েশিয়া, মরিসাস, মঙ্গোলিয়া, নেপাল, পোল্যান্ড, নিউজিল্যান্ড, যুগোশ্লাভিয়া ও জ্যামাইকা।
প্রস্তাবটি বিবেচনার জন্যে কোনো তারিখ ঠিক হয় নি। তবে স্বাভাবিক কার্যক্রমে আগামি সপ্তাহে তা সাধারণ পরিষদের বিবেচনার জন্যে পেশ করা হবে। লবী মহল সূত্রে বলা হয় যে, সর্বাধিক মতৈক্য লাভের জন্য এর বিবেচনা বিলম্বিত করার একটা চেষ্টা চলছে। অপর পক্ষের প্রস্তাবে উদ্যোক্তারা অনুভব করেন যে, বিষয়টি এমনিতেই দেরি হয়ে গেছে। এবং যথাসম্ভব তাড়াতাড়িই তা বিবেচনা করা দরকার।৫৭
রেফারেন্স: ১৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ