বাঙালিদের ভাগ্য যে তারা মুজিবের মতো নেতা পেয়েছে- উইকম্যান
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টার উইকম্যান শনিবার ঢাকায় বলেছেন, সুইডেন সরকার বাংলাদেশের ১৯৭৩-৭৪ সালের আর্থিক বছরের দেড় কোটি ডলার সাহায্য প্রদান করবে। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে এই বরাদ্দ করা হবে তা বাংলাদেশ সরকার ঠিক করবেন। মি. উইকম্যান অবশ্য বলেন ব্যক্তিগত প্রশিক্ষণ এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, তার দেশের সরকার বাংলাদেশের খাদ্য সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা দানে আগ্রহী। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি স্বাধীনতা যুদ্ধের পর মাত্র ৯ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের কাজের অগ্রগতির প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সৌভাগ্য যে, তারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন যোগ্য নেতা পেয়েছে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মি. উইকম্যান এখানে অবস্থানকালে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদের সাথে পৃথক পৃথক মিলিত হন। মি. উইকম্যান জানান, তিনি বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ভারতীয় উপমহাদেশ এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, নেতৃবৃন্দে সাথে তার আলোচনা ফলপ্রসু হয়েছে।
স্বদেশে পথে যাত্রা : সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণ পরই সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জনাব উইকম্যান স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ এবং পররাষ্ট্র দফতরের অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারীরা তেজগা বিমানবন্দরে মি. উইকম্যানকে বিদায় সম্বর্ধনা জানান।৫৯
রেফারেন্স: ১৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ