রাষ্ট্রপ্রধান ও সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
রাষ্ট্রপ্রধান বিচারপতি আবু সাঈদ চৌধুরী শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের কূটনৈতিক ও অন্যান্য উপযুক্ত পর্যায়ের সমর্থন ও সহানুভূতি সম্প্রসারণ করার জন্য সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টান উইকম্যান রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপ্রধান বলেন, জাতিসংঘ সনদে উল্লেখিত শর্তানুযায়ী সদস্যপদ লাভে বাংলাদেশের বৈধ অধিকার রয়েছে। রাষ্ট্রপ্রধান সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীকে দেশের বিভিন্ন সমস্যাদি জ্ঞাত করান। এর মধ্যে প্রধানতম হলো, পাকিস্তানে আটক বাঙালিদের সদস্য প্রত্যাবর্তনের সমস্যা। রাষ্ট্রপ্রধান বলেন, বাঙালিদের আটক রাখা ও তাদের অমানুষিক অত্যাচারের স্বীকারে পরিণত করার কোনো অধিকার পাকিস্তানের নেই। কারণ, তা মৌলিক মানবিক অধিকারের বিরোধী আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান তাদের চিকিৎসার সুযোগ-সুবিধা সম্প্রসারণ করার জন্য সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বলেন, এদের অনেকের জন্যই শুক্ষ্ম অস্ত্রোপচার প্রয়োজন। যার সুবিধা কেবল উন্নত দেশেই পাওয়া যায়। সফররত সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কিষ্টার উইকম্যান রাষ্ট্রপ্রধানকে এই বলে নিশ্চয়তা দেন যে, তার দেশ সম্ভবতঃ সকল সাহায্য সম্প্রসারণ অব্যাহত রাখবে। রাষ্ট্রপ্রধান বিগত স্বাধীনতা যুদ্ধের সময় সবস্তরের সুইডিশ জনসাধারণ তার প্রতি যে সমর্থন ও সহানুভূতি প্রদর্শন করেছিল, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপ্রধানের সাথে ১ ঘণ্টা সময় কাটান।৫৪
রেফারেন্স: ১৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ