You dont have javascript enabled! Please enable it! 1972.11.09 | বাংলাদেশের জাতিসংঘভুক্তি প্রশ্ন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের জাতিসংঘভুক্তি প্রশ্ন

নিউইয়র্ক। বাংলাদেশকে যথাশীঘ্র সম্ভব জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্যে যুগোশ্লাভিয়া যে প্রস্তাব উত্থাপন করেছে ২০টি সদস্য রাষ্ট্র তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। প্রস্তাবটি এখনি সধারণ পরিষদের সেক্রেটারিয়েটে প্রেরণ করা হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের কোনো এক দিনে প্রস্তাবটির সম্পর্কে আলোচনার জন্যে সাধারণ পরিষদের আলোচ্যসূচীতে যুগোশ্লাভিয়ার এই প্রস্তাবটি অন্তর্ভুক্ত করা হবে। যে ২০টি সদস্যদের দেশ যুগোশ্লাভিয়ার এ প্রস্তাবে সমর্থনদান করেছে সেগুলো হচ্ছে : ডেনমার্ক, কানাডা, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, পোল্যান্ড, হাঙ্গেরী, বুলগেরিয়া, মঙ্গোলিয়া, কোষ্টারিকা, কলম্বিয়া, বারবাডোস, সালভেডর, সেনেগাল, কেনিয়া, মরিসাস, আফ্রিকা প্রজাতন্ত্র, সাইপ্রাস, ভুটান, নেপাল ও মালয়শিয়া।২৬

রেফারেন্স: ৯ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ