You dont have javascript enabled! Please enable it! 1972.11.07 | ছাত্রলীগ নেতৃবৃন্দ এক ট্রাক চোরাই মাল আটক করেছেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ছাত্রলীগ নেতৃবৃন্দ এক ট্রাক চোরাই মাল আটক করেছেন

সিলেট। সম্প্রতি স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ শহরের পূর্ব কাজীর বাজারে এক ট্রাক ভর্তি চোরাই মাল আটক করতে সমর্থ হয়েছেন। প্রকাশ, গোপন সূত্রে সংবাদ পেয়ে ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক বাহিনী প্রধানের নেতৃবৃন্দ এক দল ছাত্রলীগ কর্মী ট্রাকটি অনুসরণ করে দেখতে পান যে, একটি পাইকারী দোকানের সামনে ট্রাকটি থেমেছে। তারা পরে কতোয়ালী থানায় সংবাদ দিলে পুলিশ ট্রাকটি মালামালসহ আটক করে। ট্রাক ড্রাইভার ও মালিক পালিয়ে যেতে সমর্থ হয়েছে।২৪

রেফারেন্স: ৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ