কলম্বো পরিকল্পনায় বাংলাদেশের সদস্যপদ লাভ
নয়াদিল্লি। বাংলাদেশ আজ কলম্বো পরিকল্পনায় সদস্যপদ লাভ করেছে। এছাড়া ফিজিও পরিকল্পনার সদস্যভুক্ত হয়েছে। এখন কলম্বো পরিকল্পনার সদস্য সংখ্যা ২৬-এ উপনীত হলো। বর্তমানে নয়াদিল্লিতে কলম্বো পরিকল্পনার সম্মেলন চলছে। পরিকল্পনার উপদেষ্টা কমিটির বৈঠকে বাংলাদেশও ফিজিকে সংস্থার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপদেষ্টা কমিটির প্রস্তুতি বৈঠকে দক্ষিণ ভিয়েতনাম বাংলাদেশকে সদস্যপদ দানের প্রস্তাবে বিরোধীতা করে। আজ মন্ত্রী পর্যায়ের বৈঠকেও বিরোধীতা অব্যাহত রাখে। কিন্তু ১২টি দেশ সমর্থন দান করায় চূড়ান্ত পর্যায় দক্ষিণ ভিয়েতনাম তার বিরোধীতা প্রত্যাহার করে। অষ্ট্রেলিয়া, আফগানিস্তান, ভুটান, নিউজিল্যান্ড, জাপান, মালদ্বীপ, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শ্রীলঙ্কা বাংলাদেশের পক্ষ সমর্থন করে। অতপর সাধারণ মতামতের ভিত্তিতে বাংলাদেশ কলম্বো পরিকল্পনার অন্তর্ভুক্তি লাভ করে।২২
রেফারেন্স: ৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ