You dont have javascript enabled! Please enable it! 1972.11.06 | দেশে মুজিববাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দেশে মুজিববাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে

বাংলাদেশের ছাত্রলীগের (সি-মা) অস্থায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক এম এ রশিদ এক যুক্ত বিবৃতিতে বলেন যে, শাসনতন্ত্র ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দিয়েছে। বিশেষ করে কৃষক ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা শাসনতন্ত্রে রয়েছে। ছাত্রনেতৃদ্বয় বলেন যে, বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব শাসনতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছিল এবং এখন তাদের সেই আশা বাস্ত বায়িত হয়েছে। ছাত্রলীগ নেতৃদ্বয় শাসনতন্ত্রে বঙ্গবন্ধুর চারটি আদর্শ, যা জনসাধারণ মুজিববাদ বলে। বর্ণনা করেছে, সন্নিবেশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা উপলব্ধি করেছেন যে, এই শাসনতন্ত্রে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। তারা আরও উল্লেখ করেন যে, শাসনতন্ত্র সত্য সত্যই “কৃষক শ্রমিক রাজ” প্রতিষ্ঠার সুযোগদান করেছে। তারা বিবৃতিতে পরিষদের নেতা বঙ্গবন্ধু এবং আইন মন্ত্রীকে শাসনতন্ত্র প্রণয়নের জন্য অভিনন্দন জ্ঞাপন করেছেন। সল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশকে শাসনতন্ত্র দিতে পারায় ছাত্রলীগ নেতারা খুশি হয়েছেন। তারা বলেন, এতে করে দেশে মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষকে রক্ষা করার পথ প্রশস্ত হয়েছে।২৩

রেফারেন্স: ৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ