বাংলাদেশের কূটনৈতিক ছিটমহলে সোভিয়েত মিশন প্রথম জমি কিনছে
ঢাকার প্রস্তাবিত কূটনৈতিক ছিটমহলে জমি ক্রয় ও দূতাবাস নির্মাণের ব্যাপারে সোভিয়েত ইউনিয়ন প্রথম দেশ। জানা গেছে যে, ঢাকাস্থ সোভিয়েত দূতাবাস গুলশান আবাশিক এলাকার সাথে সংলগ্ন এই কূটনৈতিক ছিটমহলে একটি প্লট নির্বাচন করছে। সোভিয়েত মিশনের জন্য এই প্লটে একটি বিরাট ও আধুনিক ভবন নির্মাণ করা হবে বাংলাদেশ সরকার এই উদ্দেশ্যে প্লটটি সোভিয়েত সরকারের কাছে বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে খবরে জানা যায়। সরকার কূটনৈতিক মিশনসমূহের জন্য এই ছিটমহলকে একটি সুশোভিত ও বিশেষ এলাকা হিসেবে গড়ে তোলার মনস্থ করছেন। কূটনৈতিক মিশনের অনেক গুলির ইতোমধ্যেই গুলশান আবাসিক এলাকায় ভবন ভাড়া দিয়েছেন। বেশ কিছুসংখ্যক কূটনৈতিক সেখানে বাসও করছেন।১৮
রেফারেন্স: ৫ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ