You dont have javascript enabled! Please enable it!

খুলনা শহর মুক্ত হতে চলেছে

এ রণাঙ্গনে বিজয় অব্যাহত খুলনা জেলার সাতক্ষীরা মহকুমা শকবল মুক্ত হবার পর সম্মিলত বাহিনী বিভিন্ন দিক থেকে খুলনা শহরকে ঘিরে আক্রমণ চালাচ্ছে। তাদের এ অভিযানকে সহায়তার জন্য নৌবাহিনী চালনা ও মঙ্গলা বন্দরে পাক নৌ সামরিক ঘাঁটিগুলােকে ক্রমশ বিমূঢ় করে দিচ্ছে। কুমিল্লা যশাের ঢাকার সাথে সংযােগহীন হয়ে পড়েছে। ফলে তাদের গােয়ালন্দ দিয়ে পালানাের পথ রুদ্ধ। এখন দুটি খণ্ডেই। পাকবাহিনী অবরুদ্ধ। যশাের রণাঙ্গণে উপযুপরি বিজয় অভিযান অব্যাহত। মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যুক্ত আক্রমণে পাকসেনারা মাগুরা অঞ্চল থেকেও পালিয়ে যাচ্ছে। গত বুধবার আমাদের অসমসাহসী বীরেরা সমগ্র মাগুরা মহকুমা শত্রু কবল মুক্ত করেছেন। এ ছাড়া মুক্ত হয়েছে নড়াইল, লােহাগড়া, কাশরানী আলফাডাঙ্গা প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল।

অভিযান ১: ৩ ৪

১০ ডিসেম্বর ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!