You dont have javascript enabled! Please enable it!

নতুন সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলুন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে পুরাতন সমবায় ব্যবস্থা ত্যাগ করে আধুনিক সমাজের পক্ষে উপযোগী নতুন সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান। আজ জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এক বাণীতে বলেন যে, তার সরকারের জাতীয় পুনর্গঠন কর্মসূচির ব্যাপারে সমবায়ের প্রতি যথাযোগ্য গুরুত্ব আরোপ করছেন, যাতে সমবায়ের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মেহনতী মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব হয়। বঙ্গবন্ধু বলেন যে, সমবায় আন্দোলন তখনই দৃঢ় ভিত্তি লাভ করতে পারে যখন তা সততা সংহতি ও সৎপথে পরিচালিত হবে। তিনি বলেন, যদি স্বাধীনতাকে আমরা অর্থপূর্ণ করতে চাই, তবে আমাদের প্রত্যেককে সামাজিক পুনর্গঠনে অংশ নিতে হবে। সোনার বাংলা গড়ার জন্য চলুন আমরা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ি। প্রধানমন্ত্রী বলেন যে, অর্থনীতির সামাজিকীকরণের ব্যাপারে সমবায় একটা সুদৃঢ় পদক্ষেপ। বঙ্গবন্ধু জনগণকে আমাদের অগ্রগতির পথে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সৌহার্দের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।৮

রেফারেন্স: ৩ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!