You dont have javascript enabled! Please enable it! 1972.11.03 | গ্রামে যাও জনগণের কাজ করো- এমসিএদের প্রতি বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

গ্রামে যাও জনগণের কাজ করো- এমসিএদের প্রতি বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের অধিবেশন সমাপ্তির পর এমসিএদেরকে তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকায় চলে যেতে এবং জনগণের জন্যে কাজ করার আহ্বান জানান। বঙ্গবন্ধু কুমিল্লার এম সি এদের সাথে আলোচনা করলেন। তারা গত বৃহস্পতিবার পরিষদ চেম্বারে তার সাথে সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষের নিকট পেশ করতে বলে দেন। সর্বাঞ্চলের জনগণের সমস্যা সমাধানে তার সরকার যথাসাধ্যভাবে কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন। কুমিল্লার জনৈক এম সি এ এই বার্তা সংস্থা এনাকে জানান যে, তারা প্রধানমন্ত্রীকে খাদ্যাভাব এবং জেলে ও তাঁতিদের জন্য কাপড় ও সুতার কথা অবহিত করেছেন। এছাড়া তাকে আমন ধানের পোকার আক্রমণের কথাও বলেছেন।৯

রেফারেন্স: ৩ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ