You dont have javascript enabled! Please enable it! 1972.11.02 | সরকার সমস্ত এলাকায় সমভাবে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সরকার সমস্ত এলাকায় সমভাবে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ

আইন ও পার্লামেন্টারী বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন গণপরিষদে বলেন যে, বাংলাদেশে সরকার কোনোরূপ বৈষম্য ব্যতিরেকে সমস্ত এলাকা ও তার জনগণের সমভাবে উন্নতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পুনরুক্তি করে বলেন, সরকার ৪টি মূলনীতির ভিত্তিতে শশাষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যে ওয়াদাবদ্ধ রয়েছেন। আইনমন্ত্রী স্বতন্ত্র সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার একটি সংশোধনী বিরোধীতা প্রসঙ্গে উপরোক্ত মন্তব্য করেন। শ্রী লারমার পার্বত্য চট্টগ্রামকে বিশেষ সুবিধা ভোগকারী একটি স্বায়ত্তশাষিত উপজাতীয় এলাকা হিসাবে ঘোষণা করার সংশোধনীর প্রস্তাব করছিলেন। ড. কামাল হোসেন বলেন, বর্তমানের সাথে অতীতের তুলনা করা উচিত না। যেহেতু জনগণ এখন শোষণহীন সমাজ কায়েমের জন্যে দৃঢ় সংকল্পবন্ধ। তিনি ইতোমধ্যে পরিগৃহীত ২৮ ও ২৯ নং অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। এই অনুচ্ছেদ নাগরিকদের মধ্যে যে কোনো রূপ বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। শ্রী লারমা তার সংশোধনীর সমর্থনে বলেন যে, পার্বত্য এলাকা দেশের মধ্যে একটি পশ্চাদপদ এলাকা, সেটা একটা জানার বিষয়। তিনি বলেন, পার্বত্য এলাকায় ১০ টি উপজাতীয় শ্রেণী রয়েছে যারা বৃটিশ আমল থেকে শোষিত হয়ে আসছে। তিনি বলেন, এমন কি বৃটিশ এবং পরবর্তী তথাকথিত পাকিস্তান এই এলাকাকে বিশেষ সুবিধা দেয়া সত্ত্বেও তারা পশ্চাদপদ রয়েছে। তিনি মনে করেন যে, তার সংশোধনীতে প্রার্থিত বিশেষ সুবিধা দেয়া হলে এই এলাকার উন্নয়ন সহায়ক হবে। ড. কামাল হোসেনের ব্যাখ্যার পর শ্রী লারমা বলেন যে,এই আশ্বাস পেয়ে তিনি খুশি হয়েছেন।৪

রেফারেন্স: ২ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ