বাস্তুহারা সমিতি বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করেছে
বৃহস্পতিবার রাত ৮ টায় প্রায় হাজারখানেক বাস্তুহারা সমিতির সদস্য গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাল্যভূষিত করেছে। বিশ্বশান্তি কাউন্সিল কর্তৃক ‘জুলিও কুরী’ শান্তি পদক প্রাপ্তি উপলক্ষে বাস্তুহারা সমিতির সদস্যরা বঙ্গবন্ধুকে অভিনন্দন জানায়। বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করার সময় গণভবনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মহিলারা ব্যান্ড জাতীয় সঙ্গীতের তালে তালে আনন্দে নৃত্য করতে থাকেন। বাস্তুহারা সমিতির সভাপতি মাহফুজুল বারীর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকার একানব্বইটি ইউনিট থেকে বাস্তুহারারা মিছিল করে গণভবনে আসে। বাস্তুহারারা গণভবনে বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করার সময় “ জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, মুজিববাদ যেখানে বাস্তুহারা সেখানে, মুজিববাদ সবার বাদ” ইত্যাদি স্লোগান দিয়ে পরিবেশনটি প্রাণবন্ত করে তোলে। জুলিও কুরী শান্তি পদক প্রাপ্তিতে মাল্যভূষিত এবং অভিনন্দিত করার জন্য গেন্ডারিয়া, সায়দাবাদ, শান্তিবাগ, বক্শী বাজার, কাটাবন, কাটার, হাতির পুল, নাজিমউদ্দিন রোড রেল গেট স্থান থেকে বাস্তুহারারা গণভবনে যায়।৫
রেফারেন্স: ২ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ