শেখ মুজিব কর্তৃক কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্তৃত্ব অস্বীকার
(স্টাফ রিপাের্টার)
গতকল্য (বৃহস্পতিবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান এক সাংবাদিক সম্মেলনে তাঁহার ৬-দফা কর্মসূচী ও দলীয় নীতি ব্যাখ্যাকালে কেন্দ্রীয় পার্টির সহিত প্রাদেশিক আওয়ামী লীগের সম্পর্ক প্রায় অস্বীকার করিয়া বসেন।
লাহােরে অনুষ্ঠিত ৪টি বিরােধী দলের সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া শেখ সাহেব বলেন যে, তিনি পূর্বেই এই সস্পর্কে তাঁহার মতামত ব্যক্ত করিয়াছেন। অধিকন্তু তিনি বলেন যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কর্মসূচী সামগ্রিকভাবে কেন্দ্রীয় পার্টির কর্মসূচী হইতে হইবে, এমন আশা করা ঠিক নহে। এই প্রসঙ্গে তিনি আর বলেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ স্বয়ংসম্পূর্ণ প্রতষ্ঠান এবং ইহার নিজস্ব ম্যানিফেষ্টো রহিয়াছে।
প্রশ্নঃ নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নওয়াবজাদা নসরুল্লাহ খান এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের মধ্যকার মতানৈক্য পার্টিতে ভাঙ্গন সৃষ্টির ইঙ্গিতবহ কি?
জওয়াবঃ এই বিষয়টি কেন্দ্রীয় কার্যকরী কমিটি আলােচনা করিবেন।
প্রশ্নঃ লাহাের সম্মেলন কর্তৃক গঠিত ৫ব্যক্তি কমিটিতে নওয়াবজাদা নসরুল্লাহ কোন পদবলে সদস্য হইলেন?
জওয়াবঃ আমি তাহা জানি না।
Reference: দৈনিক পয়গাম, ১৮ ফেব্রুয়ারি, ১৯৬৬