You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবের আটক

গতকল্য (বুধবার) মহামান্য ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব আবদুল্লাহ ও বিচারপতি জনাব আবদুল হাকিমকে লইয়া গঠিত এক বিশেষ এজলাস ছয়-দফার উদ্যেক্তা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান জানাব শেখ মুজিবর রহমানের হেবিয়াস কর্পাস মামলার রায় ঘােষণা করেন।
দেশরক্ষা বিধিবলে গত ৮ই মে ১৯৬৬ তারিখে জনাব শেখ সাহেবকে আটক করা হয় এবং অদ্যাবধি বিভিন্ন সময়ে আটক মেয়াদ বৃদ্ধি করা হয়। উক্ত আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করিয়া উক্ত আদালতে হেবিয়াস কর্পাস মামলা গত ১২/৫/১৯৬৬ তারিখে দায়ের করা হয়। উক্ত আদলতের বিচারপতি জনাব সিদ্দিকী, বিচারপতি জনাব এম, আর, খান, বিচারপতি জনাব এ. এম. সায়েম ও বিচারপতি জনাব আবদুল্লাহ সমবায়ে গঠিত বেঞ্চে উক্ত মামলার পূর্ণ শুনানীর পর মাননীয় আদালত উক্ত আটকাদেশকে বৈধ বলিয়া ঘােষণা করেন।

অতঃপর সুপ্রীম কোর্টে আবেদন করিলে মহামান্য সুপ্রীম কোর্ট পুনর্বিবেচনার জন্য উক্ত আদালতকে নির্দেশ দান করেন।
উক্ত বিশেষ বেঞ্চ এই মামলার বিষয়বস্তু ও আবেদনকারীর আবেদন বিবেচনাকল্পে, মাননীয় বিচারপতি এর দ্বিমতেবিভক্ত হইয়া পড়েন। মাননীয় বিচারপতি জনাব বাকের ও মাননীয় বিচারপতি জনাব আবদুল হাকিম আটকাদেশটি বৈধ বলিয়া ঘােষণা করেন এবং মাননীয় বিচারপতি জনাব আবদুল্লাহ উক্ত আটকাদেশকে অবৈধ বলিয়া অভিমত প্রকাশ করেন। এহেন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠের মতই আদালতের রায় বলিয়া গণ্য হইবে।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আবদুস সালাম খান, জনাব এম, এ, রব, জনাব সিরাজুল হক ও এম, এস, জোহা চৌধুরী। পক্ষান্তরে সরকারপক্ষে উপস্থিত ছিলেন এডভােকেট জেনারেল জনাব আসরারুল হােসেন ও জনাব এস, এম, আব্বাস।

Reference: সংবাদ, ১০ আগষ্ট, ১৯৬৭

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!