You dont have javascript enabled! Please enable it!

রণাঙ্গন সংবাদ

মিত্রশক্তির বিরাট সাফল্য গত এক সপ্তাহের রণাঙ্গনগুলির পরিব্যপ্তি বাংলার রক্তভেজা শ্যামল প্রান্তর ছেড়ে পাক ভারত সীমান্তের করাচি থেকে কাশীর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। এই সামগ্ৰীক যুদ্ধের দাবানল প্রজ্জ্বলিত হয় গত শুক্রবারে বর্বর পাকবাহিনীর বিমানগুলির ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে। সর্বাত্মক যুদ্ধের সূচনায় আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি স্বাধীন বাংলার সার্বভৌমত্বের স্বীকৃতি ও সংগঠিত হয়েছে ভারত-বাংলা মৈত্রিচুক্তি। এই মিত্র শক্তির দুর্বার সাহসী যােয়ানদের রণকৌশল, অভূতপূর্ব সাফল্য ও দ্রুত অগ্রগতির সংবাদ প্রতিটি রণাঙ্গন থেকে অনবরত আমরা পাচ্ছি। এই বিরাট সাফল্যের সামগ্রীক বর্ণনা হয় যে এই স্বল্প পরিসর ‘অগ্রদূত’ এর রণাঙ্গন কোলামে সম্ভব নয়, তবুও সংক্ষেপে আমরা মিত্র পক্ষের আকাশ, নৌ ও স্থল বাহিনীর সাফল্যের মূল্যায়ন ও অগ্রগতির বর্ণনার প্রয়াস পেয়েছি।

আকাশ যুদ্ধে বাংলাদেশের আকাশ খন্ডে বর্বর শত্রু বাহিনীর বিমান শক্তি আমাদের মিত্রপক্ষের বিমান আক্রমণে ও স্থলবাহিনীর বিমান বিধ্বংসী কামানের আঘাতে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়েছে। শত্রুপক্ষের অবশিষ্ট দুটিমাত্র বিমান ছিল সে দু’টিও বিমান ঘাঁটিতে অবস্থানরত অবস্থায় আমাদের বিমান হামলায় ধ্বংস হয়ে যায়। এখন শত্রুপক্ষের হাতে অবশিষ্ট বিমান ক্ষেত্রগুলি আমাদের বিমান হামলার ফলে একদম অকেজো। প্রতিটি ঘাটির রাডার কেন্দ্রগুলি সম্পূর্ণভাবে বিকল। নৌযুদ্ধের সাফল্য। নৌযুদ্ধের সূচনায় আমাদের নির্ভীক নৌসেনাদের আক্রমণের সুফল করাচি নৌবন্দরের নিকট শত্রুপক্ষের দুটি ডেস্ট্রয়ার ডুবে যায় এবং একটি ক্ষতিগ্রস্ত হয়। নৌপথে বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন। সেখানে মিত্রশক্তির নৌশক্তির প্রাধান্য সামগ্রীকভাবে বিরাজমান। মিত্রশক্তির পক্ষ থেকে ঘােষণা করা হয়েছে যে চিটাগং ও চালনা বন্দরে যে বিদেশী জাহাজ আছে তারা যেন তাদের নােঙ্গর না তােলেন-কারণ এসব বন্দর এখন আমাদেন নৌবাহিনীর দ্বারা অবরােধ করা হয়েছে। স্থলযুদ্ধে আমাদের বীর মিত্রসেনাগণ অভূতপূর্ব রণকৌশলের ফলে বিরাট সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। মিত্রসেনারা এখন ঢাকা অভিমুখে ছুটে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সেনারা ঢাকার ১৫ কিলােমিটার দূরে শত্রুসেনাদের সঙ্গে লিপ্ত রয়েছে।

অগ্রদূত ৪১; ১৫ ॥

৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!