You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবর রহমানের মামলার শুনানী

ঢাকা, ২৭ শে সেপ্টেম্বর-অদ্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে ঢাকার প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট জনাব আবদুল মালেকের কোর্টে জননিরাপত্তা আইনের ৭(৩) ধারামতে অভিযুক্ত জনাব শেখ মুজিবর রহমানের মামলার শুনানী হয়।
বিগত ১৯৬৪ সালের ২৯ শে সেপ্টেম্বর জুলুম প্রতিরােধ দিবস উপলক্ষে ঢাকা আউটার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এক জনসভায় জনাব শেখ মুজিব বক্তৃতা করেন।
তাহার উক্ত বক্তৃতার পরিপ্রেক্ষিতে রমনা পুলিশ তাঁহার বিরুদ্ধে উক্ত ধারায় একটি মামলা (রমনা কেস নং ৯৮ (১১) ৬৪ ইং) দায়ের করেন।
আসামীপক্ষের এডভােকেট জনাব আবদুস সালাম খান, জনাব জহিরুদ্দীন ও জনাব আবুল হােসেন আসামীপক্ষ সমর্থন করিয়া সুতীক্ষ্ম যুক্তি প্রদর্শন করেন।
আসামীপক্ষের কৌসুলীগণ (১) তফাজ্জল হােসেন বনাম পূর্ব পাকিস্তান, (২) আই এল আর ২২ বােম্বে ১১২, (৩) এ, আই, আর, এফ, সি, ২২ (নিহারেন্দু দত্ত মজুমদারের মামলা), (৪) এ. আই. আর. ১৯৪৮ লাহাের ৬, (৫) এ. আই. আর. ৫৯ এলাহাবাদ ১০১, এইসব মামলার নজীর হইতে উদ্ধৃতি দিয়া বিবাদীর পক্ষে মামলা পরিচালনা করেন।
আগামী ২৪ শে অক্টোবর এই মামলার রায়দানের জন্য তারিখ ধার্য করা হইয়াছে।

Reference: সংবাদ, ২৮ সেপ্টেম্বর, ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!