You dont have javascript enabled! Please enable it!

বিজয়ের মালা পরে মুক্তিবাহিনী

বর্বর নর-পিশাচ, দস্যু আর জল্লাদ ইয়াহিয়ার পাক বাহিনীকে হটিয়ে দিয়ে মুক্তি বাহিনী বীর বিক্রমে সম্মুখ পানে এগিয়ে চলেছে। রাতের পরে দিন আর দিনের পরে রাত কোন বাধা না মেনে খান সেনাদের  পিছু পিছু তাড়িয়ে নিয়ে চলেছে বীর সেনারা ভাবতে অবাক লাগে ৫ ঘণ্টার ভেতরে ৫০/৬০ মাইল রাস্তা কি ভাবে দখল করে চলেছে মুক্তি বাহিনীর অদম্য সাহসী ভায়েরা । মুক্ত এলাকাগুলােতে জনসাধারণ যেন হারানাে মানিক ফিরে পেয়েছে। আর্থিক মানসিক আর শারিরীক নির্যাতন থেকে আজ মুক্ত এলাকার মানুষ আজাদ। বাড়ী বাড়ী, আবাসগৃহ এবং দোকানপাটে শােভা পাচ্ছে বিবর্ণ খচিত স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলা দেশের জাতীয় পতাকা। চাষীর, মাঝির প্রাণ থেকে আজ বেরিয়ে আসছে সেই গান যা এতদিন বলেছে অন্তরে, যা বলার সাহস পায়নি কেবল বর্বর খান সেনা আর তাদের পােষ্য পুত্র আইয়ুবী আমলের কিছু দালালের জন্য। রাস্তার দু’পাশে অগণিত আবাল বৃদ্ধ বণিতা এসেছে ফুল দিয়ে মালা গেথে নিয়ে। কেউবা আবার রক্ত শপথের রক্ত জবা নিয়ে উপহার দেবে তাদের বীর ভায়েদের। মুক্ত এলাকার প্রতিটি ক্ষেত্রে পাঞ্জাবীদের অত্যাচারের কথা শুনেছে। তারা রাইফেল আর গুলির দ্বারা সর্বস্ব লুঠ করেছে কিন্তু অর জয় করতে পারেনি। বাংলা মায়ের সােনার ছেলেরা আজ সবার মন জয় করে এগিয়ে চলেছে সম্মুখ পানে। জনতা তাদের পিছনে জয় তাদের হবেই।

সংগ্রামী বাংলা ১: ৮

৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!