শেখ মুজিবের আটক
ঢাকা হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত মঙ্গলবার পাকিস্তান দেশরক্ষা বিধিবলে শেখ মুজিবর রহমান, জনাব তফাজ্জল হােসেন, খােন্দকার মােশতাক আহমদ ও জনাব তাজুদ্দিন আহমদের আটকাদেশ বৈধ ঘােষণা করেছেন। বেঞ্চের অন্যতম সদস্য মাননীয় বিচারপতি জনাব আবদুল্লাহ বেঞ্চের রায়ের সাথে একমত হননি। বেঞ্চ অবশ্য সর্বসম্মতভাবে জনাব নুরুল ইসলাম চৌধুরীর গ্রেফতারকে অবৈধ ঘােষণা করেছেন।
প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, গত মঙ্গলবার জনাব নুরুল ইসলামের নামে নতুন একটি আটকাদেশ জারী করা হয়।
বিচারপতি জনাব বি. এ. সিদ্দিকী, বিচারপতি জনাব এম. আর. খান, বিচারপতি জনাব সালাহউদ্দিন, বিচারপতি জনাব সায়েম ও বিচারপতি জনাব আবদুল্লাহ সমবায়ে বিশেষ বেঞ্চ গঠিত হয়।
জনাব নুরুল ইসলামের আটকাদেশ অবৈধ ঘােষণা করে মাননীয় আদালত মত প্রকাশ করেন যে, সরকার কর্তৃক পেশকৃত আটকের কারণসমূহ অস্পষ্ট ও অনির্দিষ্ট। দেশরক্ষা বিধিবলে জনাব তফাজ্জল হােসেনের আটকাদেশ সম্পর্কে। মাননীয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল পেশের অনুমতি প্রদান করা হয়েছে।
Reference: দৈনিক পূর্বদেশ, ১৪ আগষ্ট ১৯৬৬