রণাঙ্গনের খবর
ঠাকুরগাঁও-পঁচাগড় ? অত্র এলাকা হতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন যে মুক্তি বাহিনী অত্র এলাকা দখলের পরে খান সেনারা অনেক খাদ্য ও গােলাগুলি রেখে পালিয়ে গেছে। এখানে ১০৯ জন রাজাকার আত্মসমর্পণ ও বন্দী হয়েছে। ফেণী ? মুক্তি বাহিনীর গেরিলারা গতকাল ২টি গাড়ীতে ৩ জন অফিসার সহ ২৫ জন খান সেনাদের খতম। করেছে। কুষ্টিয়াঃ মুক্তি বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পালানাের সময় কোট চাঁদপুর নামক স্থানে অবাঙ্গালী রাজাকার সহ ৮২ জন পাক সেনাকে খতম করেছে। দিনাজপুর । ডাঙ্গাপাড়া, চরকাই, কুলবাড়ী দখল করে মুক্তি বাহিনী অবাঙ্গালী অধ্যুষিত এলাকা পার্বতীপুর দখল করেছে। খান সেনারাও দালালেরা সৈয়দপুর পালিয়ে যাচ্ছে। এখানে কমপক্ষে ৩০০ জন অবাঙ্গালী নরপুশ নিহত হয়েছে বলে আমাদের সংবাদ দাতা জানিয়েছেন।
সংগ্রামী বাংলা ১: ৮ ০
৮ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯