বাংলাদেশ বিমানবাহিনীর আক্রমণ শুরু
অবশেষে আমাদের নবগঠিত বিমানবাহিনীর নব্য বৈমানিকগণ সাফল্যের সহিত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। আমাদের নতুন শিক্ষাপ্রাপ্ত বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতার সহিত বাঙলাদেশের অধিকৃত অঞ্চলে দখলদার বাহিনীর ঘাঁটিগুলির উপর সফল আক্রমণ চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের ১১টি বিমান ভূপাতিত গতকাল বাঙলাদেশের দখলকৃত এলাকায় পাকিস্তানের ১১টি সেভর জেট জঙ্গী বিমান গুলি করে ভূ পাতিত করা হয়। এর মধ্যে ঢাকার আকাশ যুদ্ধে ৪টি শত্রু বিমান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া যশােরে ৪টি এবং লালমনিরহাটে ৩টি হানাদার বিমানকে গুলি দিয়ে আলিঙ্গন করা হয়। বিবিরবাজার কমলপুরসহ বহু শহর দখল গত ৩রা ডিসেম্বর মধ্যরাত থেকে ভারতের স্থলবাহিনী আমাদের মুক্তিবাহিনীর সহিত কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যাচ্ছে এবং ইতিমধ্যে বিবির বাজার ও কমলপুরসহ বহু শহর মুক্ত করে নিয়েছে। কমলপুরে ১৬০ জন বেলুচ সৈন্য আত্মসমর্পণ করেছে। আখাউড়া এখন সম্পূর্ণ অবরােধ এবং পশ্চিম রণাঙ্গনে আমাদের মুক্তিবাহিনী স্রোতের মত এগিয়ে আসছে। তারা এখন যশাের ক্যান্টনমেন্ট সম্পূর্ণ অবরােধ করে রেখেছে এবং আগামী ২১ দিনের মধ্যে যশাের ক্যান্টনমেন্ট আমাদের দখলে আসবে।
বাংলাদেশ (৪) । বিশেষ সংখ্যা
৫ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯