You dont have javascript enabled! Please enable it! 1966.05.15 | শেখ মুজিবের মুক্তি দাবী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবের মুক্তি দাবী

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত শুক্রবার বলা হয় যে, নারায়ণগঞ্জের ২৭ জন মৌলিক গণতন্ত্রী এক বিবৃতিতে পাকিস্তান দেশরক্ষা আইনে আটক শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতার আশু মুক্তির। দাবী জানাইয়াছেন। তাঁহারা অবিলম্বে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহারেরও দাবী জানান। বিবৃতিদাতাদের মধ্যে দুইজন চেয়ারম্যান আছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীগণ হইতেছেন : মেসার্স এ. কে. এম. শামসুজ্জামান, আফজাল হােসেন (চেয়ারম্যান), এ. রব বেপারী, শেখ মীজানুর রহমান, আসগর হােসেন ভুইয়া (চেয়ারম্যান), গােকুল চন্দ্র পােদ্দার, এ. ওয়াহাব, এ. জব্বার, আবদুল মতিন, কে. মনসুর আহমদ, আবুল হােসেন, হারুনুর রশিদ, আন্নর আলী, আকাউদ্দিন দেহলভী, মহিউদ্দিন আহমদ, শরিফ মুন্সী, আলী আহমদ, শামসুদ্দোহা, মাহাতাবউদ্দিন, তারা মিয়া, গােলাম হােসেন ফারুক, মীর কফিলুদ্দিন, খােরশেদ আলম, আবদুল হামিদ মুন্সী, মােহাম্মদ আলী, আবদুল কাদির এবং আবদুর রহিম। -পি, পি, এ
 

Reference: দৈনিক ইত্তেফাক, ১৫ মে ১৯৬৬